আন্ত: জেলা ভলিবলে ফরিদপুরের বিরুদ্ধে রাজশাহীর সহজ জয়

স্পোটস ডেস্ক: আন্ত জেলা নারী ভনিবল প্রতিযোগিতায় ফরিদপুরকে ৩-০ সেটে পরাজিত করে রাজশাহী নারী ভলিবল দলের সহজ জয়।
শনিবার ঢাকা ভলিবল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত জেলা ভলিবল প্রতিযোগিতায় নিজেদে প্রথম খেলায় ফরিদপুরকে হারিয়ে শুভ সূচনা করলো রাজশাহী জেলা মহিলা ভলিবল দল। রাজশাহী জেলা দলের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়তে পারেনি ফরিদপুর জেলা মহিলা ভলিবল দল।
প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়ে ২৫-১৯ পয়েন্টে হারে ফরিদপুর। এর পর ২য় সেটে ২৫-১৫ ও শেষ সেটে ২৫-১৭ পয়েন্ট হারে যায় ফরিদপুর দল। রাজশাহী মহিলা দলের বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আশা ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় শিব্বি, মুুক্তিদের স্ম্যাশের মুখে দাঁড়াতে পারেনি ফরিদপুর দল। আজ সকাল ১০টার রাজশাহী শক্তিশালী বগুড়ার মুখোমুখি হবে।
উল্লেখ্য মোট ১২টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রাজশাহী দলের বাকী খেলোয়াড়রা হলে: জান্নাত, সিনথিয়া,আম্মি, লিমা, তাপশী, জবা, হুমাইরা, তাহিয়া, শারমিন ও কোচ খন্দকার মমিনুর রশিদ বাবু।