ঢাকা | মে ১৯, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

সাম্য হত্যার প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মশাল মিছিল

  • আপডেট: Sunday, May 18, 2025 - 11:49 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদ ও মূল আসামিদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি তার বক্তব্যে বলেন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলা তদন্তে বারবার গাফিলতি করছেন প্রশাসন। অবিলম্বে সাম্যর হত্যাকারীদের যদি গ্রেফতার না করা হয় তবে আন্দোলনের মাধ্যমে রাজশাহীর সাথে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুশিয়ার করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS