ঢাকা | মে ১৯, ২০২৫ - ২:২১ পূর্বাহ্ন

শিবগঞ্জে পাথরভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Sunday, May 18, 2025 - 11:07 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাক চাপায় কাবিরুল ইসলাম (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হাজী মোড়-সহড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন কাবিরুল।

এসময় শিবগঞ্জ পৌর এলাকার হাজী মোড় এলাকায় পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ সময় উভয় পাশে পণ্যবোঝাই ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তবে ট্রাক চালক ও সহকারী পালিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS