ঢাকা | মে ১৯, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, May 18, 2025 - 11:41 pm

স্টাফ রিপোর্টার: রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘জনগণের কথা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন ও মির্জা ইমাম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন।

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং তথ্য অধিকারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধান ও উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS