ঢাকা | মে ১৮, ২০২৫ - ৫:৪৬ পূর্বাহ্ন

মানব সেবা অভিযান সংস্থার বার্ষিক সেবা অনুষ্ঠান

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:50 am

স্টাফ রিপোর্টার: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে  প্রতি বছরের ন্যায় বার্ষিক সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুবায়ের হোসেন। রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের দরকার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সেবা অভিযান সংস্থার আরিফ আহম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ (অবঃ) সাবরিনা সাহনাজ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী মহিলা কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রফেসর কড. মাকসুদা খানম, মানব সেবা অভিযান সংস্থার উপদেষ্টা জায়তুনা খাতুন, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও সংস্থার কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন মানব সেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সরকারী মাহিলা কলেজে অধ্যক্ষ সারওয়ার জাহান বাবু এবং সেবা কর্মসূচী  সম্পর্কে তুলে ধরে সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল।

বক্তব্য শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেমোরিয়াল শিক্ষাবৃত্তি, সাধারণ শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও দুস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগের কাগজ ও মিটার হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS