বিএনপি নেতা মিনুকে ইজিবাইক শ্রমিক দলের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দলের নয়া কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী অটো ইজিবাইক শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দৌলঙ্গীর কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক সাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাজু রইদুল। তারা রাতে মিজানুর রহমান মিনুর নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান।
মিজানুর রহমান মিনু নয়া কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজনে আবারও মাঠে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।