বাঘায় ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গরুবাহী ভুটভুটির ধাক্কায় সেলিম সাঈদ রেজা (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম সাঈদ রেজা আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের নাজিম উদ্দীন সরকারের ছেলে। তিনি মনিগ্রাম আলিম মাদ্রার সহকারী শিক্ষক বি.এস.সি (গণিত) হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যয় তিনি মোটরসাইকেল নিয়ে তার কর্মস্থল মনিগ্রাম আলিম মাদ্রাায় যাচ্ছিলেন। পথিমধ্যে আড়ানী ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের রাজার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে গরুবোঝাই ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মভাবে আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। পরে এলাকার লোকজন ভুটভুটি ও চালককে আটক করেন।
এরপর ঘটনার স্থান থেকে বাঘা থানা পুলিশ ভুটভুটি উদ্ধারসহ চালককে আটক করে। চালক পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচারা গ্রামের হাবিবুল্লাহ ছেলে শামিম হোসেনকে (১৯) আটক করে থানায় আনা হয়।
বাঘা থানার অফিসার ইনচাজ অ.ফ.ম আসাদ্দুজামান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।