ঢাকা | মে ১৮, ২০২৫ - ৫:২৩ পূর্বাহ্ন

পুলিশ পরিচয় কৃষকের বুকে পিস্তল ঠেকিয়ে পৌনে ২ লাখ টাকা ছিনতাই

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:09 am

নাটোর প্রতিনিধি: নাটোরে পুলিশ পরিচয় পিস্তল ঠেকিয়ে দুজন পান চাষির কাছ থেকে পান বিক্রির এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নাটোর সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে নাটোর রাজশাহী মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পান চাষীর হলেন-রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের মইজুদ্দিন প্রামাণিকের ছেলে আবুল হোসেন (৩২) ও একই গ্রামের আজহালার আজহার আলী ছেলে বেল্লাল (৫৫)।

ছিনতাইয়ের শিকার পান চাষিরা জানান, আজ দত্তপাড়া পান মোকামে দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপরে একই গ্রামের অটো ড্রাইভার তোফাজ্জল হোসেনের একটি অটোরিকশায় বাড়ি ফেরার পথে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুইজন ছিনতাইকারী তাদের অটোর সামনে এসে পুলিশ পরিচয়ে থামতে বলে।

অটো ড্রাইভার অটো থামালে তারা পান ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে কাছে যে টাকা আছে তা দিয়ে দিতে বলে, না হলে গুলি করে হত্যা করার ভয় দেখায়। প্রাণের ভয়ে পান চাষিরা তাদের কষ্টের উপার্জিত এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইকারীদের হাতে তুলে দেন। টাকা হাতে পাওয়া মাত্র ওই দুজন ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এরপর পান চাষিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। অপরদিকে স্থানীয়ভাবে কিছু লোকজন ওই ছিনতাইকারীদের ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় একজন ছিনতাইকারী পিস্তল বের করে পান চাষির বুকে পিস্তল ঠেকিয়ে রেখেছেন। বাধ্য হয়ে পানচাষি এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইকারীদের হাতে তুলে দিচ্ছেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, তিনি ছিনতাইয়ের ঘটনাটি শুনেছেন। তবে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ছিনতাইকারীদের দ্রুত আইনে আইন আওতায় আনার।

Hi-performance fast WordPress hosting by FireVPS