ঢাকা | মে ১৯, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

পত্নীতলায় বিজিবি’র অভিযানে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার

  • আপডেট: Sunday, May 18, 2025 - 11:09 pm

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি।

রোববার সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ভোরে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এলাকার কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদীঘি গ্রামের মাঠ থেকে ৬০৯ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিল সিজার মূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নওগাঁ এবং জয়পুরহাট সীমান্তে গরু-মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS