ঢাকা | মে ১৮, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কায় দুই ছাত্রের মৃত্যু

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:40 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী নগরীর চকপাড়ার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচন্ডি এলাকার পিয়ারুল ইসলামের পিয়াসুর রহমান পিয়াস (১৭)। নিহত দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেলে ফ্লাইওভার দিয়ে দুইজন মেহেরচন্ডির দিক থেকে অক্ট্রোয় মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি দ্রুত গতিতে ফ্লাইওভার থেকে নামছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওয়ারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পাড়ে।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুজনে আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS