দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ৫ জন গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল হোসেন (৪৮) নূরইসলাম (৩৫) ওয়াজেদ (৫৫) শাহীন (২৩) ও নিজাম (৪০)। তারা উপজেলার হোজা অনন্তকান্দি দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হোদা।
ওসি বলেন, গত বৃহস্পতিবার উপজেলার হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এক যুবক মারা যান। পরে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার দিবাগত রাতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয়।