ঢাকা | মে ১৯, ২০২৫ - ১:১০ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় চাচা গ্রেপ্তার

  • আপডেট: Sunday, May 18, 2025 - 11:17 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে হাসুয়া দিয়ে কুপিয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার চাচা  রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গতকাল রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ রকি (২৫) তার ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এসময় পূর্ব শত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর থেকেই র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

র‌্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS