ঢাকা | মে ১৮, ২০২৫ - ৬:৪৪ পূর্বাহ্ন

আইন-শৃঙ্খলার উন্নতি করতে পুলিশকে বিএনপি নেতাদের স্মারকলিপি

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:18 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত আসামি, আওয়ামী লীগের দোসর ও অন্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতারা।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে গিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, বিগত কয়েক মাসে রাজশাহী নগরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। শহরে যৌন হয়রানি বেড়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, চাঁদাবাজির পরিমাণ বেড়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ রূপ নিয়েছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনে হামলাকারীরা ও তাদের পৃষ্ঠপোষকেরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তারা গ্রেপ্তার হচ্ছে না।

স্মারকলিপিতে আরও বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ অপরিহার্য। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশকে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রতিটি মামলার অভিযুক্তকে আইনের আওতায় আনতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী, চাঁদাবাজ, অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করে কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে কেউ দলীয় পরিচয় ব্যবহার করে কাউকে জিম্মি করতে না পারে।’

স্মারকলিপিতে বলা হয়, নগরীতে কিশোর গ্যাং, ইভটিজার ও ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করে তা অনুযায়ী অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি রাত্রিকালীন পুলিশ টহল বাড়ানো, নিষিদ্ধ সংগঠনের ওপর নজরদারি জোরদার করা, ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার এবং কমিউনিটি পুলিশিং কমিটিগুলো পুনর্গঠন করে তাদের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান তারা।

স্মারকলিপি দেয়ার সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানার সাবেক সভাপতি শওকত আলী, শাহমখ্দুম থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানার সাবেক সভাপতি আসনার আলী, বোয়ালিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানার সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS