লালপুরে ভোট কেন্দ্র পরিচালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের ভোটকেন্দ্র পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলা সূরা সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।