ঢাকা | মে ১৮, ২০২৫ - ৪:২২ অপরাহ্ন

নগরীতে হেরোইন ও মাদক বিক্রির অর্থ উদ্ধার গ্রেপ্তার ১

  • আপডেট: Sunday, May 18, 2025 - 12:29 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর কাশিয়াডাঙা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি বুলবুল হোসেন (২৫) মহানগরীর কাশিয়াডাঙা থানার গুড়িপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। জানা যায়, গতকাল সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও র‌্যাব-৫, রাজশাহীর সমন্বয়ে একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিলো।

এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙা থানার গুড়িপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ টিম সকাল পৌনে ৯ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এদিকে একই দিনে যৌথ বাহিনী কাশিয়াডাঙা থানার গুড়িপাড়া এলাকার ডলি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আসামি ডলি বেগম কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS