সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির রাস্তা নিয়ে দ্বদ্বের জেরে সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক সাইদুর রহমান একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে আনিছুর রহমান (২৩) পলাতক রয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বেল্লাল হোসেনের বসতবাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কৃষক সাইদুর রহমান ও তার প্রতিবেশী বেল্লাল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সাইদুর রহমান জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু ওই বাড়ির রাস্তায় পৌঁছালে বেল্লাল ও তার ছেলে আনিছুর রহমান তাকে বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।
একপর্যায়ে বেল্লাল ও তার ছেলে সাইদুর রহমানকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়। পরে বেল্লাল হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শতাধিক লোকজন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।