ঢাকা | মে ১৮, ২০২৫ - ৪:১০ পূর্বাহ্ন

লালপুর মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট: Saturday, May 17, 2025 - 11:58 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফজলুল সরদার ফজল (৪৫) উপজেলার তিলকপুর গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে। গতকাল শনিবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়।

লালপুর থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর গ্রামে ফজলুল সরদার ফজলের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS