বদলগাছীতে দৈনিক সংবাদ-এর জাকজমকপূর্ণ উদযাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জাতীয় দৈনিক সংবাদ-এর গৌরবের ৭৫ বছরে পর্দাপণ উদযাপণ হয়েছে।
উদযাপন উপলক্ষে গত শনিবার বিকাল ৩টায় সংবাদ পরিবার নওগাঁর আয়োজনে বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণিসম্পদ অফিসার ডা: রিপা রানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক ও বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুজার গিফারী প্রমুখ।