পুঠিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বানেশ্বর হাট ও বাজার এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বানেশ্বর মসজিদ মার্কেট থেকে শুরু করে ট্রাফিক চত্বর, বাসস্ট্যান্ডসহ আশেপাশের দোকানি, পথচারি, যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
দেশ গঠনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। পথসভায় জনগণকে বিএনপির প্রতি আস্থা অটুট রাখার আহবান জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূলে জনগণের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দেয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মাজেদুল হক, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন রকি।
পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক মোল্লা, বেলপুকুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রেজাউল করিম, সাবেক সহসভাপতি মুস্তাক আহমেদ, শিলমাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রকি।
পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বাশার, বানেশ্বর কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তারেক রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন ছাত্রদলের রাসেদ প্রমুখ।