ঢাকা | মে ১৭, ২০২৫ - ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

পতিতাবৃত্তিকে বৈধতা দিতে চাওয়া সংস্কার কমিশন বাতিলের দাবি

  • আপডেট: Friday, May 16, 2025 - 11:37 pm

বরেন্দ্র নারী কন্ঠ বৈঠক

স্টাফ রিপোর্টার: পতিতাবৃত্তিকে বৈধতা দিতে চাওয়া নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে ‘বরেন্দ্র নারী কন্ঠ’ নামে একটি সংগঠন।

বর্তমান কমিটিতে দেশের, সমাজের তথা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এমন সদস্যদের রাখা হয়নি বলছে সংগঠনটি। এছাড়াও সমাজে পতিতাবৃত্তিকে বৈধতা দিলে, ছাত্রী সমাজ টিউশনির পাশাপাশি পতিতাবৃত্তিকে পার্টটাইম পেশা হিসেবে নিতে চাইবে।

এর ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি এইচআইভির মতো মারাত্মক রোগ দেশে মহামারি রূপ নেবে। এক্ষেত্রে কেউ ইচ্ছা করে পতিতা হয় না। তাদের অবশ্যই বোনের মর্যাদা দিতে হবে।

শুক্রবার বিকালে নগরীর পালকি কনভেনশন সেন্টারে ‘নারী সংস্কার কমিশনের সুপারিশমালা: বাংলাদেশ মুসলিম সমাজের প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বরেন্দ্র নারী কন্ঠ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এসময় উপস্থিত বক্তারা দাবি করেন- আমরা বাংলাদেশে বসবাস করছি, কোন পশ্চিমা বিশ্বে না। তাই নারীর অধিকার আদায়ে সহিংসতা প্রতিরোধ করতে হবে।

বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি, শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি নেতৃত্বে অংশগ্রহণ বাড়াতে হবে। একই সঙ্গে নারীদের অবদানগুলো তুলে ধরতে হবে।

বক্তারা আরও বলেন- বরেন্দ্র নারী কন্ঠের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য নারীর আত্মীক ও মানসিক বিকাশের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতি এবং সামাজিক কাজের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করা। নিঃসন্দেহে নারী সংস্কার কমিশন একটি প্রশংসনীয় উদ্যোগ কিন্তু কিছু ক্ষেত্রে অসঙ্গতি থাকার ফলে নারীর জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে তা চিহ্নিত করে সুষ্ঠু সমাধানের প্রয়োজন বলে বক্তারা মনে করেন।

এক্ষেত্রে ২০টি পয়েন্টে সমস্যা চিহ্নিত করা হয়। এখানে খুব উদ্বেগের বিষয় যেটি ধর্মকে সার্বজনীন এবং রাষ্ট্রিয় জীবন ইহকালে সীমাবদ্ধ দেখানোটা ধর্মীয় অনুভূতিতে চরম কুঠারাঘাত বলে বক্তারা তুলে ধরেছেন।

ইসলামি জীবন ব্যবস্থা সর্বোপরি সকল ধর্মেই নৈতিক বিষয়গুলো মান্য করা হয় সেই জায়গা থেকে পতিতাবৃত্তি লাইসেন্স দেয়াকে আলোচকবৃন্দ ধর্ম এবং সমাজের জন্য ভিষণ আক্রমণ যা অচিরেই রোহিত করতে হবে বলে দাবি করেন। এছাড়াও উপস্থিত সুধিবৃন্দ এই অসঙ্গতিপূর্ণ সংস্কার চিহ্নিত করে অবিলম্বে সংশোধনের দাবিতে একমত পোষণ করেন তারা।

এই বৈঠকে প্রফেসর ড. সালেহা জেসমিনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ডা. উম্মে আবরার, প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, ড. শারমিন সুলতানা, অধ্যাপিকা হোসেন আরা, ড. মঞ্জিলা শরীফ, শাহানারা খাতুন রহীমা, লামিয়া তাসনীম, সেলিনা পারভীন রুমা, ফারহানা শরমীন প্রমুখ। এছাড়াও মডারেটর নাসরিন আখতার আব্বাসীর সঞ্চালনায় প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র নারী কন্ঠ ফোরামের সাধারণ সম্পাদক সামশাদ জাহান লিপি।

Hi-performance fast WordPress hosting by FireVPS