জবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়নসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসনে শতভাগ আবাসিকতা প্রনয়ণের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক সদস্যসচিব ও ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাটি অনাকাঙ্খিত। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়ে মাহফুজ এখন সরকারের গোলামী করছে।
সে শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে, সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলেছে। মাহফুজের এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করার দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জুহাইম সরকার বলেন, ‘গত কয়েকদিন যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিদ্যমান সংকট নিরসনে আন্দোলন করে যাচ্ছে।
আমরা আমাদের অবস্থান থেকে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। পাশাপাশি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট সেটা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি’
তিন দফা দাবি আদায়ে গত তিনদিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমৃত্যু কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
তাঁদের তিন দফা দাবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা।