ঢাকা | মে ১৭, ২০২৫ - ৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম

মেয়েকে উত্ত্যক্ত করত বিএনপি নেতার ছেলে, প্রতিবাদ করায় বাবা-মাকে কোপ

  • আপডেট: Friday, May 16, 2025 - 11:06 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে চাকু দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার বিকাল ৩টায় উপজেলার উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—উপজেলার উল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আর্জিনা খাতুন (৪৫)। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরমধ্যে আর্জিনা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলমের অনার্স পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এই গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ।

এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু এ ঘটনার কোন মীমাংসা হয়নি।

এ অবস্থায় শুক্রবার বিকেলে আকাশ সহযোগীদের নিয়ে কৃষক জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে আর্জিনা খাতুনকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তারা কৃষক জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে।

ঘটনার পর নাফিজ ফয়সাল আকাশ আত্মগোপনে রয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, মেয়েটির সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে আমার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট ও তার মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে আমার ছেলে ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেছে।

ধুনট থানার এসআই শামীম হোসেন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে এক নারীকে চাকু মারার প্রমাণ পাওয়া গেছে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS