ঢাকা | জুলাই ১৫, ২০২৫ - ৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে ধান কেটে নেয়ার অভিযোগ

  • আপডেট: Friday, May 16, 2025 - 10:51 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আধাপাকা বোরো ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার হাজীগোবিন্দপুর পেট্রাল পাম্প সংলগ্ন এলাকা থেকে ধানগুলো কেটে নিয়ে যাওয়া হয়। ঘটনায় মান্দা থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সেকেন্দার আলী মণ্ডল বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের মকলেছার আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশে বিবাদমান জমিটি আমাকে বুঝিয়ে দেয়া হয়। এরপর ওই সম্পত্তিতে আমি বোরো ধান রোপণ করি।

ভুক্তভোগী সেকেন্দার আলী মণ্ডল বলেন, ধান এখনও পুরোপুরি কাটার উপযুক্ত হয়নি। এ অবস্থায় প্রতিপক্ষের মকলেছার আলী ভাড়াটিয়া লোকজন নিয়ে গতকাল সকালে আধাপাকা ধান কাটতে থাকে। ওই পথে গরু কেনার জন্য আমি হাটে যাচ্ছিলাম।

এ অবস্থা দেখে জমিতে গিয়ে তাদের ধান কাটতে নিষেধ করি। এ সময় মকলেছার আলীর হুকুমে ভাড়াটিয়া লোকজন দড়ি দিয়ে আমাকে বেঁধে রাখে ও গরু কেনার ৩ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত মকলেছার আলীর সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ সংক্রান্ত একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।