ঢাকা | মে ১৭, ২০২৫ - ৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় টেলিগ্রাম অ্যাপসে টাকা হাতিয়ে নেয়া ৫ প্রতারক গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 16, 2025 - 10:41 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় এক নারী ব্যাংক কর্মকর্তাকে অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে টেলিগ্রাম অ্যাপসে ১৬ লাখ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

এই ঘটনায় প্রতারিত ওই ব্যাংক কর্মকর্তা থানায় মামলা দায়েরের পর প্রতারক চক্রের পাঁচ সদস্যকে শুক্রবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে।

তারা হল- কুড়িগ্রামের চিলমারি উপজেলার বেলের ভিটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মামুন হোসাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে রহমত হুসাইন, ঢাকার তুরাগ থানার আহলিয়া মহল্লার আব্দুল আহাদের ছেলে আরিফুর রহমান এবং খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামের শাহজাহান আলীর ছেলে নাসিম আলী ও একই জেলার বটিয়াঘাটা উপজেলার বিরাট হোলা গ্রামের নুর উদ্দিনের ছেলে নাজমুল সাকিব।

মামলা সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংক তাহেরপুর শাখার কর্মকর্তা ফারিয়া ইয়াসমিনের মুঠোফোনে ‘ইডেন রিয়্যালিটি’ কোম্পানিতে অনলাইনে চাকরির প্রলোভন দিয়ে একটি বার্তা পাঠানো হয়।

এতে সাড়া দেন ফারিয়া ইয়াসমিন। এরপর তাকে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে অনলাইন গ্রুপে যুক্ত করে নিয়ে তাকে কোম্পানির নামে একটি হিসাব নম্বর দেয়া হয়। ওই হিসাব নম্বরে যে পরিমাণ টাকা ডিপোজিট (জমা) করবেন তার দ্বিগুণ লাভ পাবেন বলেও তাকে লোভ দেখানো হয়।

লোভে পড়ে ওই ব্যাংক কর্মকর্তা ওই হিসাব নম্বরে কয়েক দফায় মোট ১৬ লাখ ৩৮ হাজার টাকা ডিপোজিট (জমা) করেন। এরপর প্রতারকরা টেলিগ্রাম অ্যাপসে বিপুল পরিমাণ টাকা নেয়ার পর তাদের অ্যাপস বন্ধ করে দেয়।

থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হওয়ার পর বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS