ঢাকা | মে ১৭, ২০২৫ - ৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম

নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট: Friday, May 16, 2025 - 8:27 pm

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ ভারতের অরুণাচলের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৮ মে ফাইনালে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে আশিকুর রহমান হেড করে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৮০ মিনিটে ফয়সাল নিজেই স্কোরশিটে নাম লেখান মানিকের পাস থেকে।

Hi-performance fast WordPress hosting by FireVPS