নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে পারভীন (৩৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামে এ ঘটনা ঘটে। পারভীন বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জাহিদ মাস্টারের ছেলে শহিদুলের সাথে বিয়ে হয় সালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে পারভীনের সাথে।
শহিদুল পেশায় কৃষিকাজ করেন। বিয়ের পর তাদের ২টি মেয়ে সন্তান হয়। এর মধ্যে বড় মেয়ের বিয়ে দেন ওই দম্পতি। পারিবারিক কলোহের জেরে সকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত পারভীনকে নিচে নামায়।
থানাকে অবহিত করলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিয়ামতপুর থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তার স্বামী শহিদুল পালাতক রয়েছেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।