ঢাকা | মে ১৭, ২০২৫ - ১১:৫৯ অপরাহ্ন

শিবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট: Friday, May 16, 2025 - 10:59 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের সামনে পাগলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছন। তিনি বলেন, সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও শ্মশান ঘাটের মাঝামাঝি পাগলা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, লাশের গলায় প্লাস্টিকের বস্তা ছিল। এমনি এলাকার লোকজন লাশটি শনাক্ত করতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS