রাজশাহীতে মাটি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সুস্থ জীবনের জন্য সুস্থ মাটি” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে প্রবলেম অফ বারিন্দ সোয়েল, ইমপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার।
শুক্রবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমির মোঃ জাহিদের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা।
বরেন্দ্র অঞ্চলের মাটি ও পানি ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মুহাম্মদ আজিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ।