ঢাকা | মে ১৮, ২০২৫ - ১:২০ পূর্বাহ্ন

বাঘায় তিন বিঘা জমির পেঁপে গাছ কেটে সাবাড়

  • আপডেট: Friday, May 16, 2025 - 10:49 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় রাসেল আলী নামে এক ব্যক্তির তিন বিঘা জমির ওপর এক হাজার পেঁপে গাছ কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কে বা কারা গড়গড়ি ইউনিয়নের খানপুর মাঠে এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রাসেল আলী খানপুর মাঠে তিন বিঘা নিজ জমিতে গত ডিসেম্বর মাসে প্রতি পিচ ৪০ টাকা হিসেবে ক্রয় করে ১ হাজার পেঁপে গাছ রোপণ করেন।

এরমধ্যে পেঁপে গাছ পরিচর্যা করতে গিয়ে তার তিন লাখ টাকা খরচ হয়েছে। আগামী সপ্তাহে গাছ থেকে পেঁপে নামানোর সিদ্ধান্ত হয়েছে। ৬ লাখ টাকার পেঁপে বিক্রি করা হবে বলে তার স্ত্রী সুমি বেগম এ প্রতিবেদককে জানান।

এ বিষয়ে খানপুর মাঠ পাহারাদার আমিরুল ইসলাম বলেন, আমি মাঠ পাহারা দিই। সকালে মাঠে গিয়ে রাসেল মেম্বারের পেঁপে গাছ কাঠা দেখতে পেয়ে তার স্ত্রীকে খবর দিই। খবর পেয়ে তারা জমি দেখে থানায় একটি অভিযোগ দিয়েছেন শুনেছি।

রাসেল আলীর স্ত্রী সুমি বেগম বলেন, যারা এ ধরনের কাজটি করেছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS