রাণীনগরে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের মতবিনিময়

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রাধন এবং পরিচািলনা কমিটির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস্, উপজেলা জামায়াতের আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।