রাজশাহী বিভাগের ৩০২টি হাটে কোরবানির পশু বেচা-কেনা হবে

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের ৩০২টি হাটে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে কোরবানির পশু বেচা-কেনা হবে। এসব হাটের মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, হাটগুলো মেডিকেল টিম দ্বারা তত্ত্বাবধান করা হবে। বিভাগের প্রতিটি জেলায় পশু ক্রয়-বিক্রয়ের জন্য স্থায়ী ও অস্থায়ী হাটসমূহে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও গাভীর গর্ভ পরীক্ষা করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এ বছর এ বিভাগে প্রায় ৪৩ লক্ষ ৪৪ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা।এছাড়াও হাটগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ টিম দায়িত্ব পালন করবে। জাল টাকা রোধে কাজ করবে বিভিন্ন ব্যাংকের বুথ অফিস।