ঢাকা | মে ১৫, ২০২৫ - ৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বিথা গেল আকবরের সেঞ্চুরি, সিরিজে ১-১ সমতা।

  • আপডেট: Thursday, May 15, 2025 - 1:06 am

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে ১০ রানে পরাজিত করে তিন ম্যাচের সিরিজে সমতা আনলো দক্ষিন আফ্রিকা ইমাজিং ক্রিকেট দলে।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে বুধবার দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। এই ম্যাচে আফ্রিকা ১০রানে হারায় বাংলাদেশ দলকে।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে জিতলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলত। সেই পথে আকবর আলী যখন উইকেটে তখন সমিকরণ দাঁড়ায় শেষ ২৫ বলে ৪২ রান দরকার হলেও হাতে ৬ উইকেট থাকায় ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী থাকে। ম্যাচ ঘুরতে থাকে এখান থেকেই। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরে যায় ১০ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

 

৩৩৩ রানের লক্ষ্যে নেমে আজ রানরেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে গিয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৩.২ ওভারে ৩ উইকেটে ৮৪ রানে পরিণত হয় স্বাগতিকেরা।

উদ্বোধনী ব্যাটার জিসান ৩৪ বলে ৫০ রানে আউট হওয়ার পর দলের হাল ধরেন বাংলাদেশ অধিনায়ক আকবর। দলের অধিনায়ক যেভাবে বিস্ফোরক ব্যাটিং করতে থাকেন, মনে হচ্ছিল ৩৩৩ রানের পাহাড় টপকে বাংলাদেশ বাকি পথ সহজেই পাড়ি দেবে। তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট খুইয়েছেন তিনি।

৪৫তম ওভারের শেষ বলে এনকাবি হ্যান্ডসাম মোকোয়েনাকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুহাম্মদ মানাকের তালুবন্দী হয়েছেন আকবর। ১১০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১৩১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়া শুরু হলে ৪৯.৪ ওভারে ৩২২ রানে থেমে যায় বাংলাদেশ দলের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার সিমলানে ৮.৪ ওভারে ৫৬ রানে নেন ৫ উইকেট। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। মোকোয়েনা ও সেপো ইনোসেন্ট এনটুলি নিয়েছেন ৩ ও ২ উইকেট।

তিনি মারুফ মৃধার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন। আর ডিয়ান ফরেস্টে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও বলের অভাবে সেটা করতে পারেননি। ৫৯ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৯৬ রান করে অপরাজিত থাকেন ডিয়ান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান করে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের রিপন মন্ডল, মৃধা, রাব্বি নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট নিয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রত্যেকেই মুক্ত হস্তে রান বিলিয়েছেন। যাঁর মধ্যে রিজওয়ান ২ ওভারে খরচ করেন ২০ রান। আর মৃধা পূর্ণ ১০ ওভার বোলিং করেননি। বাংলাদেশের এই বাঁহাতি পেসার ৮ ওভারে দিয়েছেন ৬৫ রান।

Hi-performance fast WordPress hosting by FireVPS