পুঠিয়ায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার শিবপুরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক শেখ (৩৪)। তিনি পুঠিয়ার শিবপুরহাট গ্রামের বাসিন্দা। র্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, ফারুক শেখ শিবপুরহাট এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তিনি দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।