ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক সেমিনার

  • আপডেট: Thursday, May 15, 2025 - 11:36 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিন শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি সম্মানিত অতিথি ও  রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর শফিউল্লাহর সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর বেলাল হোসেন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি  লতিফুল ইসলাম শিবলী।

সেমিনারে উপস্থাপিত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর  কামাল উদ্দিনের মূল প্রবন্ধের উপর একই বিভাগের প্রফেসর নূরুল হুদা ও ভিজিটিং প্রফেসর এসমায়েল সাদেঘি আলোচনা করেন।

সেমিনারে উপাচার্য তাঁর বক্তব্যের এক পর্যায়ে বলেন, কবি নজরুল ইসলাম ও কবি হাফিজের মধ্যে স্থান-কালের ব্যবধান থাকলেও তাঁদের কবিতায় মানবিকতাকে উচ্চকিত করার ক্ষেত্রে উভয়েই তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS