ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

নওগাঁয় দুই দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট: Thursday, May 15, 2025 - 9:55 pm

নওগাঁ ব্যুরো: নওগাঁয় দুই দিন ব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।   গত বুধবার সকালে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নওগাঁয় জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জুম মিটিংয়ের মাধ্যমে গ্রাম আদালতকে সক্রিয় করার জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এসময় বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর হোসনে আরা স্বপ্না, শৈলগাছী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর চপল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে বোয়ালিয়া ও বর্ষাইল ইউনিয়নে মোট ২৪জন ইউপি সদস্য অংশ নেয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS