ঢাকা | মে ১৬, ২০২৫ - ৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: বাগমারায় পাল্টাপাল্টি মানববন্ধন

  • আপডেট: Thursday, May 15, 2025 - 9:38 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, সম্প্রতি গণিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়। এতে ওই ইউনিয়নের প্রায় সাড়ে ছয় হাজার কৃষকের জমির বোরো ধান ও পানবরজ ক্ষতিগ্রস্ত হয়।

এ কারণে ত্রাণ বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির জন্য ইউনিয়নের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেন।

কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু ও সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ যোগসাজস করে ক্ষতিগ্রস্ত সাড়ে ছয় হাজার কৃষকের স্থলে মাত্র ৩৩৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের নামে তালিকা প্রস্তুত করেন। ওই তালিকা অনুযায়ী তাদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে চেয়ারম্যান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতি করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এি ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার গণিপুর ইউনিয়ন পরিষদ ভবন ঘেরাও করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরে মাদারীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক গোলাম মর্তুজা বকুল ও সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান।

অপরদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে গত বুধবার পাল্টা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু। প্রতিবাদ সভায় তার পক্ষে বক্তব্য দেন- সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, বিএনপি নেতা টিপু মোল্লা ও কৃষকদল নেতা মেহেদী হাসান।

এদিকে প্রাকৃতিক দুর্যোগে গণিপুর ইউনিয়নে প্রায় সাড়ে ছয় হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত তালিকা প্রস্তুত করতে গিয়ে অনেকেরই নাম বাদ পড়েছে বলে অভিযুক্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ স্বীকার করেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS