রাজশাহীতে আম সংগ্রহ শুরু

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার থেকে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী গুটি জাতের আম পাড়া শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। চলতি মৌসুমের শুরুতে ১৩শ’ থেকে ১৫শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম।
জেলা প্রশাসনের ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ শে মে থেকে। লক্ষনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ শে মে থেকে।
এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ শে মে, ল্যাংড়া আম বা বানানা ম্যাংগো ১০ই জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ই জুন সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বারি-৪ আম ৫ই জুলাই, আশ্বিনা আম ১০ই জুলাই ও গৌড়মতি ১৫ই জুলাই থেকে পাড়তে পারবেন বাগান মালিকরা। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর জেলায় আম চাষ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৬ মেট্রিক টন।