ঢাকা | মে ১৬, ২০২৫ - ১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

মিশাকে রাস্তায় মারধরের ভিডিও ভাইরাল

  • আপডেট: Thursday, May 15, 2025 - 8:20 pm

অনলাইন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর হাসপাতালে ভর্তি আছেন। প্রায় ৯ বছর আগে ‘মিসড কল‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

সেই সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন অভিনেতা। আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন তিনি। আবার সেই সমস্যা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। কিন্তু সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

আজ বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়। ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরেক অভিনেতা জায়েদ খান।

এদিকে খল-অভিনেতা মিশা সওদাগরের অস্ত্রোপচারের সময়েই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মিশা সওদাগরকে রাস্তায় মারধর করছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার। অনেকই মনে করছেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ খল-অভিনেতা।

আসলে বিষয়টি ঠিক তা নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তিনি মবের শিকার হয়েছেন। তার নাম করে ভুয়া একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল, হাসপাতালে অপারেশন হয়েছে। তিনি ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন, ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি— কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।

এদিকে অভিনেতা জায়েদ খান বলেন, মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পায়ের ব্যথা নিয়ে খুব কষ্ট করছিলেন তিনি। তিনি বলেন, ডালাসের একটি হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা সওদাগর। সেই সিনেমায় বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS