ঢাকা | অগাস্ট ১৬, ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম

বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় আরএমপির নিষেধাজ্ঞা

  • আপডেট: Thursday, May 15, 2025 - 9:26 pm

স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর নিয়ন্ত্রণাধীন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে দুইশত গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী গভ. ওমেন কলেজ।