ঢাকা | মে ১৬, ২০২৫ - ২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বগুড়ায় উদীচীর পরিবেশনে বাধা-ভাঙচুর, ৭ জন আহত

  • আপডেট: Thursday, May 15, 2025 - 10:59 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর পূর্ব নির্ধারিত সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’র বাধা, হামলা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এসময় উদীচী ও সমমনা বিভিন্ন সংগঠনের সাত নেতাকর্মী আহত হয়েছেন। গত বুধবার বিকালে শহরের সাতমাথা ও শহিদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, উদীচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পালটা পালটি কর্মসূচিতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ অবস্থান নেওয়ায় তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

বগুড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব ও অন্যরা জানান, স্বাধীনতাবিরোধী অপশক্তি বারবার আমাদের জাতীয় সংগীতকে নিয়ে যড়যন্ত্র করে যাচ্ছে।

লাখো শহিদের রক্তে লেখা আমাদের ইতিহাসে এই ধৃষ্টতা মেনে নেওয়া যায় না। জাতীয় সংগীত গাওয়ার অধিকার কেড়ে নেওয়ার এ অপচেষ্টাকে রুখতে বুধবার বিকাল সাড়ে ৫টা দিকে শহরের সাতমাথায় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশেনের কর্মসূচি দেওয়া হয়।

নির্ধারিত সময়ে নেতাকর্মীরা মুক্তমঞ্চে এসে প্রস্তুতি নেওয়ার সময় ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। তখন পুলিশের পরামর্শে তারা পাশেই দলীয় কার্যালয়ে যান। সেখানে বাধা পেয়ে শহিদ খোকন পার্কে সমবেত হন।

কর্মসূচিতে উদীচী সভাপতি সোবহান মিন্নু, সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি বায়েজিদ রহমান, যুব ইউনিয়নের সভাপতি ফারহানা আকতার শাপলা প্রমুখ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS