ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যাকারীদের শাস্তির দাবিতে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে কালো ব্যাজ পরিধান করে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এখনো তার শরীরের পানি এবং রক্ত শুকায়নি অথচ গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দরা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, লাশের রাজনীতি নিয়ে যেভাবে মিথ্যাচার করছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গুপ্ত সংগঠনের ভিসি উল্লেখ করে ছাত্রদলের এই আহবায়ক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যেভাবে রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করছে, তা দেখে মনে হয় না তিনি সাধারণ শিক্ষার্থীদের ভিসি, তিনি একটি গুপ্ত সংগঠনের ভিসি। ছাত্রদলের নেতা নিহত হওয়ায় ছাত্রদলের কর্মীরা মানসিকভাবে ব্যথিত।
ছাত্রদলের একজন নেতাকে যেভাবে কুপিয়ে নিহত করা হলো ভিসির উচিত ছিল ছাত্রদলের শিক্ষার্থীদের আগলে রাখা অথচ তিনি তা না করে ওদের এলাকার সন্ত্রাসি এবং পাতি নেতার মতো হুমকি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবস্থান কর্মসূচিতে এসময় রাবি শাখা ছাত্রদলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে সিটি কলেজ ক্যাম্পাসে সকাল ১২টায় রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের কালোব্যাচ ধারণ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ হাসান রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শামাউন হক রিদয়, বিশাল রহমান, সুইট, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা এস এম সিহাব, ইয়াসিন আলী অন্ত, আল মোসাদ্দেক রঙ্গন, ওমর ফারুক, রবিউল, মারুফ রহমানসহ নেতৃবৃন্দ।
এছাড়া সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। সকালে নওহাটা কলেজ মোড়ে এই অবস্থান কর্মসূচি শেষে প্রধান অতিথি জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শিমুল, যুগ্ম আহ্বায়ক, মবিন, শাম্মিল, ইমরুল, মেহেদী, আশাদুল, রাজন সহ নওহাটা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।