ঢাকা | মে ১৬, ২০২৫ - ১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাবি শিক্ষকের বহিষ্কার দাবি

  • আপডেট: Thursday, May 15, 2025 - 11:25 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ’র স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে  অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে দুপুর ১২ টার দিকে রবীন্দ্র ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভাগের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, এরকম শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই না।

তিনি আমাদের বিভাগের সম্মানহানী করেছেন। তাকে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে অনৈতিক কাজে জড়িত সেই ছাত্রীকেও বিভাগ থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক শিবলী সাদিক বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। শীঘ্রই আমরা একটি আলোচনায় বসবো।

সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখে যৌথভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, তাই সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করছি।’

উল্লেখ্য, গত রোববার (১১মে) সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে একই বিভাগের এক ছাত্রীর সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠেছে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহের বিরুদ্ধে।

গত বুধবার (১৪ মে) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ হেদায়েত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সদস্য।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামীপন্থী শিক্ষকদের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS