গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
বৃহস্পতিবার বিকাল চার টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক এম এ সাদেক, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহিন, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক তুহিন, সাংবাদিক কাওসার প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী, গোমস্তাপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।
তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আমি গোমস্তাপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন ও তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।