শিবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের ৫১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪ শত ৯৬ টাকার বাজেট উপস্থাপন করেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী।
প্রস্তাবিত বাজেটে মোট নিজস্ব রাজস্ব আয় ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪ শত ৯৬ টাকা।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ।