রাজশাহী চেম্বারের সাথে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বুধবার সন্ধ্যায় চেম্বার ভবণের সভাকক্ষে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি’র সাথে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ইরানে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান চেম্বারের নেতৃবৃন্দ। চেম্বারের সভাপতি মাসুদুর রহমান টিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আরসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন আরসিসিআই এর শিক্ষা বিষয়ক পরিচালক রিয়াজ আহমেদ খান, এগ্রো বিষয়ক পরিচালক খায়রুল বাশার, চিকিৎসা বিষয়ক পরিচালক আব্দুল গাফ্ফার, সিল্ক বিষয়ক পরিচালক সাজ্জাদ আলী ও জুট বিষয়ক পরিচালক তৌহিদ হাসান।
এছাড়া আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২জন প্রতিনিধি। শেষে আগত অতিথির হাতে ক্রেস্ট তুলেদেন চেম্বারের নেতৃবৃন্দ।