ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

নিডো ৫+ এর মোড়ক উন্মোচন করলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 11:21 pm

প্রেস বিজ্ঞপ্তি: সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান, নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো ৫+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। গত ১২ মে এক জমকালো অনুষ্ঠানে নিডো ৫+ এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি।

অনুষ্ঠানে তিনি বলেন, সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানি উৎপত্তি সুইজারল্যান্ড-এর বুকে। রাষ্ট্রদূত রেংলি আরও উল্লেখ করেন, নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলি বাংলাদেশে শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগায়, এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে প্রদান করে।

নিঃসন্দেহে ‘বাংলাদেশের সাফল্যের গল্প’ এর নতুন অধ্যায় লেখায় উল্লেখযোগ্য অবদান রাখছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানগুলি। বিশ্বের এক নম্বর মিল্ক ব্র্যান্ড নিডোর আছে সুইস ঐতিহ্য এবং ৮০ বছরেরও বেশি পুষ্টি বিষয়ক অভিজ্ঞতা।

স্কুলগামী শিশুদের জন্য সঠিক পুষ্টি যখন অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে,তখনই নেসলে বাংলাদেশ নিয়ে এলো নিডো ৫+, যেটি একমাত্র সুইস ব্র্যান্ড যা শিশুদের বেড়ে উঠার বছরগুলিতে জ্ঞানের বিকাশ, দৃষ্টি এবং শক্তির জন্য গুরুত্বপূর্ণ ২০টি ভিটামিন এবং খনিজ দিয়ে বিশেষভাবে তৈরি।

নেসলে সম্পর্কে: নেসলে একটি বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি যার ১৫৫ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী উপস্থিতি এবং ২০০০ টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। কোম্পানিটি বিশ্বজুড়ে প্রায় ২,৭৫,০০০ কর্মী নিয়োগ করে থাকে এবং এর পণ্য ১৮০ টিরও বেশি দেশে বিক্রি হয়।

নেসলে বাংলাদেশ পিএলসি ১০০ শতাংশ মালিকানাধীন সুইজারল্যান্ডের একটি কোম্পানি নেসলে, যারা গাজীপুরে একটি ফ্যাক্টরি নিয়ে ৩১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। কোম্পানিটি বাংলাদেশের ২০,০০০ পরিবারকে উপকৃত করছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS