নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিডিঅ্যাপস কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল উদ্ভাবন এবং অ্যাপ ডেভেলপমেন্ট কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিডিঅ্যাপস বুধবার নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি ইন্টারেক্টিভ অ্যাপ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন মাহির আশেফ। এতে ইউনিভার্সিটির সিএসই, ইইই এবং অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে দুইজন শিক্ষার্থী পুরষ্কার পান। কর্মশালাটির উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।
সিএসই বিভাগের প্রধান আফসানা তাসনিম এবং ইইই বিভাগের প্রধান নুজহাত নাওয়ারসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।