ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 11:51 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানাপুলিশ এবং র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে।

এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক মামলা রুজুর পর  বুধবার তিন জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল গত মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ভাঙ্গাজাঙ্গাল স্ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ঘটনায় রাতেই র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং উপজেলার মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকিকে (৩৮) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Hi-performance fast WordPress hosting by FireVPS