সূর্যের হাসি নেটওয়ার্কের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার সকালে নগরীর নওদাপাড়া সংলগ্ন তিলোত্তমা ভবনে সূর্যের হাসি নেটওয়ার্ক এর আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় সূর্যের হাসি নেটওয়ার্কের আওতায় গর্ভবতী মায়েদের সেবা, নিরাপদ প্রসব সেবা, শিশু স্বাস্থ্যসেবা, শিশুর ইপিআই ও অন্যান্য টিকা. প্রাপ্তবয়স্কদের টিকা, আধুনিক ল্যাব টেস্ট সুবিধা, পরিবার পরিকল্পনা সেবা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ সাধারণ স্বাস্থ্যসেবা, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ডেন্টাল কেয়ার সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল রাজ্জাক বলেন, সূর্যের হাসি নেটওয়ার্কের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবাগুলি সাধারণ মানুষের জন্য অনেক বড় ভূমিকা রাখে। গত তিন বছর যাবৎ সূর্যের হাসি নেটওয়ার্কের বিদেশি ফান্ড না থাকায় তারা নিজেদের অর্থায়নে এই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রেখেছে। সূর্যের হাসি অতীতেও তাদের স্বাস্থ্যসেবার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছে। আমি আশা করি, তাদের সাময়িক যে সমস্যাগুলি রয়েছে সেইগুলি দ্রুত কাটিয়ে উঠবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সূর্যের হাসি নেটওয়ার্কের এইচ,আর এর রিসোর্স ম্যানেজার রোমান আলী ঠাকুর, অতিরিক্ত জেনারেল ম্যানেজার অপারেশন কর্নেল ইফতেখার হোসেন, হেড কো-অর্ডিনেটর অরুণ কুমার বিশ্বাস, জেনারেল ম্যানেজার ক্লিনিক্যাল সার্ভিস ডা: নকুল কুমার বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সুসিল সমাজের ব্যক্তিবর্গ, গ্রাম ডাক্তার ও ক্লিনিক পর্যায়ের কর্মকতা-কর্মচারীবৃন্দ।