ঢাকা | মে ১৫, ২০২৫ - ৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে স্কুলে গাঁজা বিক্রি করতে এসে গাঁজা ব্যবসায়ী আটক

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 11:54 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে স্কুল শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করতে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন আল আমিন হোসেন (২৫) নামে এক গাঁজা ব্যবসায়ী।

সে উপজেলার ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে। বুধবার দুপুরে উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির (টিফিন) সময় স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ বিক্রি করার উদ্দেশে স্কুল মাঠে অবস্থানকালে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় তাকে হাতেনাতে ধরে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সাত্তার বলেন, আলামিন নামে এক যুবক স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশে এসেছে এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ পাওয়া যায়।

এ সময় স্কুলের কোন এক শিক্ষার্থী তার নিকট থেকে গাঁজা ক্রয়ের জন্য তাকে ডেকেছে বলে সে স্বীকারোক্তি দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় তিনি আরও বলেন, আল আমিন এর আগেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং স্কুলে যাওয়া ও আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্ত্যক্ত করে বলে শিক্ষার্থীদের নিকট থেকে গতকাল (বুধবার) অভিযোগ পেয়েছেন।

বিষয়টি নিয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাধন চন্দ্র দাস বলেন, আটককৃত আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

আইনগত প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS